তুমি সুন্দর
তুমি প্রভাতী বেলার ঊষার কুমারী
জোড়া ভ্রু’র অতলে তোমার
পদ্ম ভাসা নয়ন দ্বয় বড্ড খাদক
ও চোখে চোখ রাখলে মরি মরি
আমার সর্বশী গ্রাস করে নিতে চায়-
তুমি রুপালী রমণী
তোমার ঐ ভ্রু, ললাট, চিবুক
ঘামে ভরা মন্দিরা নাক
সবই রাজ হংসী রাক্ষসী
যখন কখনো আমকে স্পর্শ কর
আমি মূর্ছা যাই
ভীষণ কাঁপ ধরে যায় আমার সারা দেহে
গলা শুকিয়ে কাঠ আর
আগুনের বাষ্প হয়ে নির্গত হয় নিঃশ্বাস।
তোমার কেশ কালো দীঘল চুল
দেখতে দেখতে গিয়ে আমি বারবার করি ভুল
কুসুম পুলকে দীপ্ত ঝলকে
আমার হৃদয়ে তুলে নবনব ভাবনার দোল।
ওগো শির শর্বরী
তুমি তাপস অপ্সরী
জগত জাগানো দূস্যুরাণী
হাজার স্বপ্নের অংকিত স্বজনী
সত্য করে বল-
কে তুমি?
কি তোমার রহস্য?
কেন তুমি এসেছো হৃদয়াঙ্গনে
যদি নাই এলে মোর গরবীনে। ……
ও চোখে চোখ রাখলে মরি মরি
আমার সর্বশী গ্রাস করে নিতে চায়-
তুমি রুপালী রমণী
তোমার ঐ ভ্রু, ললাট, চিবুক
ঘামে ভরা মন্দিরা নাক
সবই রাজ হংসী রাক্ষসী
যখন কখনো আমকে স্পর্শ কর
আমি মূর্ছা যাই
ভীষণ কাঁপ ধরে যায় আমার সারা দেহে
গলা শুকিয়ে কাঠ আর
আগুনের বাষ্প হয়ে নির্গত হয় নিঃশ্বাস।
তোমার কেশ কালো দীঘল চুল
দেখতে দেখতে গিয়ে আমি বারবার করি ভুল
কুসুম পুলকে দীপ্ত ঝলকে
আমার হৃদয়ে তুলে নবনব ভাবনার দোল।
ওগো শির শর্বরী
তুমি তাপস অপ্সরী
জগত জাগানো দূস্যুরাণী
হাজার স্বপ্নের অংকিত স্বজনী
সত্য করে বল-
কে তুমি?
কি তোমার রহস্য?
কেন তুমি এসেছো হৃদয়াঙ্গনে
যদি নাই এলে মোর গরবীনে। ……
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন