তিমিরাবৃত্ত আত্মা
কুয়াশা ভেজা লজ্জাবতী ফুল, সিক্ত লতা
ছুয়ে দিলে
চুকে যায় গরিমা, আরক্ত ঠোঁটে ঝেকে বসে
রুক্ষ দিনের রূঢ়তা!..
ফিরি
হারনো দিনের গানে
অশ্রুত মনে নেমে আসে অলকানন্দা..
৪/৫/২৩
ডাঃ দাউদুল ইসলাম। ছোট বেলা হতে প্রেমে পড়ি কবিতার, কবিতা পড়ি- যেখানে পাই যা পাই প্রিয় কবিদের লিখা কাব্য যত্ননিয়ে পড়ি সংরক্ষন করি। লিখি যখন যা পারি কখনো হয় কখনো হয়না তবু মনের ইথারে একটি কথা বারবার উঁকি দেয় যে এক দিন আমার ভুবন জুড়ে হবে কাব্যময় উচ্ছ্বাস।
তিমিরাবৃত্ত আত্মা
কুয়াশা ভেজা লজ্জাবতী ফুল, সিক্ত লতা
ছুয়ে দিলে
চুকে যায় গরিমা, আরক্ত ঠোঁটে ঝেকে বসে
রুক্ষ দিনের রূঢ়তা!..
ফিরি
হারনো দিনের গানে
অশ্রুত মনে নেমে আসে অলকানন্দা..
৪/৫/২৩
কষ্ট নিজে জেগে থাকে, আর
জাগিয়ে রাখে আমার চারদিকের জগত
অদৃষ্ট
বীভৎস শীৎকার।
জাগিয়ে রাখে অবলুপ্ত আবেগ
আদি রাগ
বিষণ্ণ মেঘের পিষ্টে সুপ্ত বহ্নিহার!...
জেগে থাকে একটি সুষম প্রভাতের অপেক্ষা...,
জাগিয়ে রাখে আতপ্ত চাঁদ,
সোনালি আভার বুকে সূক্ষ্ণা উষ্ণতা, দূর্বার আঘাত।
যেই ব্যথার তীব্রতা ছুঁইয়ে গেছে খরস্রোতা নদীর বাঁক,
বিভূঁইয়ে স্বপ্নের মত শুনিয়ে গেছে অলীক কবিতা...
কষ্টরা গেঁথে আছে সেই স্মৃতি জাগানিয়া স্বরে
জেগে আছে নিশুতি রাত মদিরা অভিসারে।
সেই কবেকার জোয়ারে ভেঙ্গে গেছে বাঁধ,...
ভেসে গেছে রুধির উদ্যান
সবুজ মাঠ
হাসনাহেনার ঘ্রাণ
আর
আমার বুকে রেখে গেছে দহন লীলা
চোখে কৃষ্ণসার শিলা পাথর
আড়ষ্ট শিল্পের নির্বাক মৌনতা!...
সেই থেকে জেগে আছে কষ্ট!
মৃত্যুর সংকল্প
ভয়াবহ নৃশংসতা!...
ব্যঞ্জনা দিতে এসে ছিলে
দিয়েছ,
তারপর চলে গেলে।
তিন কূলে কেউই রইলনা আর
লাঞ্ছিত হাতে আঁকড়ে রলাম নীলবিষ আর
নির্বাণ অঙ্গার।
এখন তুমি ভালো আছো আগের চেয়ে বেশ;
মধ্যখানে
আমার সাথে খেলে গেলে খামখেয়ালির লেশ!
আধুলির দামে কিনতে পাওয়া জুয়ার ঘরের দাস
এর বেশী আমায় ভবতে পারো নি!
কথিত সুশীল সমাজ
আর লালিত কুকুরের গলা বাজি
ঘিরে থাকা আহ্লাদ;
আমাকে হাতে কলমে দেখিয়ে দিলো-
প্রেম বলে কিছুই নেই!....
আছে কেবল ভোগ বিলাস।
বলতে পারো?
কতটা খামখেয়ালী মনে জাগলে
হাসতে হাসতে জীবন করতে পারে জীবনের সর্বনাশ!!
ছায়ার তলে ছায়া মানব // দা উ দু ল ই স লা ম
নিকষ কালো রাত।
মস্তিষ্কের অন্দর মহলে নৈশব্দের নিস্তব্ধতা
স্মৃতিরা ভিড় জমিয়েছে
হত আতংকিত ডেনড্রাইড গুলো নির্বাক,
অধীর..
শির বেয়ে নেমে আসছে
হিমেল
রক্তের মিছিল;
দূর কোথাও কাঁদছে
বৃষ্টি ভেজা ডাহুকের মন..
হৃদয়ের হননে
গুনছি
আপন প্রাণের স্পন্দন।
নির্ঘুম
চোখ ভেজা স্যাঁতস্যতে...
না-
এখন কোন প্রকার চটপট নাই
উত্তেজনা নাই
অপেক্ষা নাই
আশা প্রত্যাশা নাই...
এ এক নিস্পন্দ ছায়া
আর
আমি ছায়া মানব!
ছায়ার তলে ছায়া মানব;
খুঁজি না আর
কোনটি অভিনয় - কোনটি বাস্তব!!